kalerkantho

রবিবার । ০৮ ডিসেম্বর ২০১৯। ২৩ অগ্রহায়ণ ১৪২৬। ১০ রবিউস সানি ১৪৪১     

শেরপুরে ঘুষের টাকাসহ সাবরেজিস্ট্রার আটক

শেরপুর ও শ্রীবরদী প্রতিনিধি   

৫ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেশেরপুরে ঘুষের টাকাসহ সাবরেজিস্ট্রার আটক

শেরপুরে শ্রীবরদী উপজেলা সাবরেজিস্ট্রার আব্দুর রহমান ভুঁইয়াকে গতকাল ঘুষের টাকাসহ আটক করেছে দুদক। ছবি : কালের কণ্ঠ

শেরপুরে শ্রীবরদী উপজেলা সাবরেজিস্ট্রার আব্দুর রহমান ভুঁইয়াকে ঘুষের নগদ ৯৫ হাজার ৫০০ টাকাসহ আটক করেছে দুদক। গতকাল বুধবার সন্ধ্যায় দুদক সমন্বিত জেলা কার্যালয় টাঙ্গাইল উপপরিচালক মো. মোস্তাফিজুর রহমানের তত্ত্বাবধানে টিম লিডার সহকারী পরিচালক আতিকুল আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাঁকে নিজ কার্যালয় থেকে আটক করা হয়।

দুদক কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে শ্রীবরদী উপজেলা সাবরেজিস্ট্রি অফিসে দলিল রেজিস্ট্রির বিনিময়ে ঘুষ গ্রহণের অভিযোগ ওঠে সাবরেজিস্ট্রার আব্দুর রহমান ভুঁইয়ার বিরুদ্ধে। এতে দলিল রেজিস্ট্রি করতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছিলেন সাধারণ মানুষ। সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক টিম বেশ কিছুদিন ধরে শ্রীবরদী উপজেলা সাবরেজিস্ট্রি অফিস ও সাবরেজিস্ট্রারের ওপর নজরদারি করছিল। এরই একপর্যায়ে গতকাল সন্ধ্যায় ঘুষের টাকাসহ হাতেনাতে সাবরেজিস্ট্রার আব্দুর রহমান ভুঁইয়াকে আটক করা হয়।

দুদক সমন্বিত জেলা কার্যালয় টাঙ্গাইল উপপরিচালক মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘ঘুষের ৯৫ হাজার ৫০০ টাকাসহ সাবরেজিস্ট্রার আব্দুর রহমান ভুঁইয়াকে আটক করা হয়েছে।’

মন্তব্যসাতদিনের সেরা