kalerkantho

রবিবার । ০৮ ডিসেম্বর ২০১৯। ২৩ অগ্রহায়ণ ১৪২৬। ১০ রবিউস সানি ১৪৪১     

রাজাপুর ও কাঁঠালিয়া

আওয়ামী লীগের সম্মেলন আজ

ঝালকাঠি, রাজাপুর ও কাঁঠালিয়া প্রতিনিধি   

৫ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঝালকাঠির রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ বৃহস্পতিবার।

এদিকে সম্মেলনের প্রচার-প্রচারণায় প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য (এমপি) ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর নাম ঘোষণা করা হলেও ঝালকাঠি-১ আসনের এমপি বজলুল হক হারুনের নাম নেই কোথাও। সম্মেলনে এমপি হারুন উপস্থিত থাকবেন কি না তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, ছয়টি করে ইউনিয়ন নিয়ে রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলা গঠিত। দ্বন্দ্বের কারণে এমপি হারুন ও জেলা আওয়ামী লীগ গঠিত উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটি মোট ১২টি ইউনিয়নে পাল্টাপাল্টি কমিটি ঘোষণা করেছে। তাই ১২টি ইউনিয়নে এখন ২৪ জন সভাপতি ও ২৪ জন সাধারণ সম্পাদক আছেন।

মন্তব্যসাতদিনের সেরা