kalerkantho

রবিবার । ০৮ ডিসেম্বর ২০১৯। ২৩ অগ্রহায়ণ ১৪২৬। ১০ রবিউস সানি ১৪৪১     

নীলফামারীতে আওয়ামী লীগের সম্মেলন আজ

নীলফামারী প্রতিনিধি   

৫ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনীলফামারীতে দীর্ঘ ১৩ বছর পর আজ বৃহস্পতিবার জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে দলীয় প্রতীক নৌকার আদলে বড় মঞ্চ নির্মাণ করা হয়েছে।

তবে সম্মেলনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি থাকলেও নেই কোনো উত্তেজনা। এর কারণ হিসেবে নেতাকর্মীরা বলছেন, এবারের সম্মেলনে নেতৃত্ব বদলের সম্ভাবনা নেই। ফলে এটি অনেকটাই নিয়ম রক্ষার সম্মেলন।

সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থীর নাম নেই কেন—এ প্রশ্নে জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ বলেন, ‘যোগ্য নেতৃত্বের কারণে নেতাকর্মীদের আস্থা আছে আমাদের প্রতি। এ ছাড়া স্থানীয় সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের সুশৃঙ্খল নেতৃত্বের কারণে দলীয় কোনো বিভেদ নেই এখানে। এরপরও কাউন্সিলরদের সিদ্ধান্তে কমিটি হবে।’

মন্তব্যসাতদিনের সেরা