কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের পাখিউড়া সীমান্তে বিএসএফের গুলিতে আহত যুবক আবুল হাসেমের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাত ৯টার দিকে রংপুর মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আবুল হাসেম। এর আগে মঙ্গলবার সকালে বিএসএফের গুলিতে আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন কুড়িগ্রাম-২২ ব্যাটালিয়ন বিজিবির পাখিউড়া ক্যাম্পের নায়েক সুবেদার রবিউল ইসালাম। মৃত আবুল হাসেম নারায়ণপুর ইউনিয়নের পাখিউড়ার কালাইর চর গ্রামের আবু বক্করের ছেলে। এ বিষয়ে কচাকাটা থানার ওসি মামুন অর রশিদ বলেন, ‘রংপুরে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
মন্তব্য