kalerkantho

শুক্রবার । ৮ মাঘ ১৪২৭। ২২ জানুয়ারি ২০২১। ৮ জমাদিউস সানি ১৪৪২

আট সন্তান খবর নেন না...

অভয়নগর (যশোর) প্রতিনিধি   

৫ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআট সন্তান খবর নেন না...

আয়শা বিবি

যশোরের অভয়নগর উপজেলার শুভরাড়া ইউনিয়নের বাশুয়াড়ী গ্রামের মৃত মোবারকের স্ত্রী আয়শা বিবি। বয়স এখন ৯০ বছর। বার্ধক্য আর রোগে-শোকে পর্যুদস্ত আট সন্তানের এ মাকে বেঁচে থাকার তাগিদে ভিক্ষা করতে হচ্ছে। উপজেলার শুভরাড়া ইউনিয়নের বাশুয়াড়ী গ্রামে গিয়ে দেখা যায়, মেজো ছেলের ঘরের পাশে খোলা আকাশের নিচে ভিক্ষা করছেন আয়শা বিবি। জানতে চাইলে আয়শা বিবি কাঁদতে কাঁদতে বলেন, ‘টাকার অভাবে গত দুই দিন আমি ভাত খাতি পারিনি। আমার ছেলে-মেয়েরা খোঁজখবর রাখে না। ভিক্ষা করে যা হয়, তা দিয়ে চলে না।

মন্তব্যসাতদিনের সেরা