kalerkantho

বুধবার। ৬ মাঘ ১৪২৭। ২০ জানুয়ারি ২০২১। ৬ জমাদিউস সানি ১৪৪২

সংক্ষিপ্ত

পবিপ্রবির সমাবর্তন ৫ ফেব্রুয়ারি

পবিপ্রবি প্রতিনিধি   

৫ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) দ্বিতীয় সমাবর্তন ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য পাওয়া গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এএনএসভিএম অনুষদের ডিভিএম ২০০৩-০৪ শিক্ষাবর্ষ থেকে ২০১৩-১৪ শিক্ষাবর্ষ এবং অন্য সব অনুষদ ২০০৫-০৬ শিক্ষাবর্ষ থেকে ২০১৪-১৫ শিক্ষাবর্ষ পর্যন্ত স্নাতক ডিগ্রিপ্রাপ্ত ও জানুয়ারি-জুন ২০১৯ সেশন পর্যন্ত এমএস/এমবিএ ও পিএইচডি ডিগ্রি অর্জনকারী সব ছাত্র-ছাত্রীকে সমাবর্তন অনুষ্ঠানে সনদপত্র প্রদান করা হবে। সংশ্লিষ্ট ডিগ্রিপ্রাপ্ত সব ছাত্র-ছাত্রীকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্যাদি প্রদান করে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে।

মন্তব্যসাতদিনের সেরা