kalerkantho

সোমবার । ১৬ ডিসেম্বর ২০১৯। ১ পোষ ১৪২৬। ১৮ রবিউস সানি                         

চাঁদপুরে মেধাবী শিক্ষার্থী হৃদয়ের পাশে শুভসংঘ

চাঁদপুর প্রতিনিধি   

৪ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচাঁদপুরের মেধাবী শিক্ষার্থী হৃদয় সূত্রধরের পাশে দাঁড়াল কালের কণ্ঠ শুভসংঘ। শহরের পুরানবাজার কলেজের এই কৃতী শিক্ষার্থীর হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

গতকাল মঙ্গলবার দুপুরে কলেজ মিলনায়তনে আনন্দঘন এক অনুষ্ঠানে হৃদয় সূত্রধরের হাতে নগদ অর্থ তুলে দেন, কালের কণ্ঠ-শুভসংঘের উপদেষ্টা এবং কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালের কণ্ঠ শুভসংঘ, চাঁদপুর শাখার সভাপতি লায়ন মাহমুদ হাসান খান, পুরানবাজার কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক, কালের কণ্ঠ শুভসংঘের উপদেষ্টা হাবিবুর রহমান পাটোয়ারী, সাধারণ সম্পাদক ভিভিয়ান ঘোষ, কালের কণ্ঠ, জেলা প্রতিনিধি ফারুক আহম্মদ প্রমুখ।

মন্তব্যসাতদিনের সেরা