kalerkantho

শনিবার । ০৭ ডিসেম্বর ২০১৯। ২২ অগ্রহায়ণ ১৪২৬। ৯ রবিউস সানি ১৪৪১     

১৯ বছর পর...

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি   

৪ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদীর্ঘ ১৯ বছর পর পুলিশের সহায়তায় নিজের কেনা জমির রেজিস্ট্রি বুঝে পেলেন দরিদ্র জমিলা খাতুন (৬৫)। গত সোমবার ময়মনসিংহের ভালুকায় ঘটনাটি ঘটে।

জানা যায়, কষ্টের জমানো টাকায় ১৯ বছর আগে উপজেলার হাতীবেড় গ্রামের মো. আবদুল কাদেরের কাছ থেকে সাড়ে ১৩ শতক জমি কেনেন জমিলা। প্রথম স্বামীর মৃত্যুর পর দ্বিতীয় বিয়ে করেন তিনি। কিন্তু নির্যাতনের কারণে দ্বিতীয় স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ করেন। এ অবস্থায় বছর চারেক আগে নিজের কেনা জমিতে ঘর তুলতে গেলে কাদেরের ভাই তাঁকে বাধা দেন। একপর্যায়ে জমির রেজিস্ট্রি ত্রুটিপূর্ণ বলে টের পান তিনি। এরপর থেকে দিই-দিচ্ছি করেও জমিলাকে জমি রেজিস্ট্রি করে দিচ্ছিলেন না কাদের। বিভিন্নজনের কাছে বছরের পর বছর ঘুরেও ফল পাননি জমিলা। বাধ্য হয়ে ভালুকা মডেল থানায় যান তিনি।

মন্তব্যসাতদিনের সেরা