kalerkantho

সোমবার । ১৬ ডিসেম্বর ২০১৯। ১ পোষ ১৪২৬। ১৮ রবিউস সানি                         

মির্জাপুরে সেই প্রধান শিক্ষিকার বিরুদ্ধে তদন্ত

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি   

৪ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেটাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুপ্রিয়া সাহার বিরুদ্ধে বিদ্যালয়ের গাছ বিক্রিসহ নানা অভিযোগের তদন্ত শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার টাঙ্গাইলের অতিরিক্ত প্রাথমিক জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী আহসান ভাওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তদন্তে আসেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, পরিচালনা পরিষদ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা তাঁর কাছে সাক্ষ্য দেন। এর আগে গত ৭ সেপ্টেম্বর দৈনিক কালের কণ্ঠে ‘স্কুলের গাছ বিক্রিতে ক্ষুব্ধ এলাকাবাসী’ শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুপ্রিয়া সাহা বলেন, ‘আমার বিরুদ্ধে আনীত সব অভিযোগ মিথ্যা।’ টাঙ্গাইলের অতিরিক্ত প্রাথমিক জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী আহসান বলেন, ‘প্রাথমিকভাবে অভিযোগের কিছুটা সত্যতা পাওয়া গেছে। তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে।’

মন্তব্যসাতদিনের সেরা