kalerkantho

মঙ্গলবার । ১০ ডিসেম্বর ২০১৯। ২৫ অগ্রহায়ণ ১৪২৬। ১২ রবিউস সানি     

জমি থেকে পেঁয়াজ চুরি, রাত জেগে পাহারা

তাড়াশ-রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি   

৪ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআগুনের বাজারে পেঁয়াজ যেন সোনার হরিণ। তবে এরই মধ্যে চলনবিল অঞ্চলে উঠতে শুরু করেছে আগাম জাতের ডাঁটি পেঁয়াজ (গাছ পেঁয়াজ)। কিন্তু সে পেঁয়াজ নিয়ে নতুন করে দুশ্চিন্তায় পড়েছে কৃষক। জমি থেকে নিয়মিত পেঁয়াজ চুরির ঘটনায় রাত জেগে পাহারা দিতে বাধ্য হচ্ছে তারা।

পেঁয়াজ চাষিরা জানায়, চলনবিল এলাকার তাড়াশ, গুরুদাসপুর ও চাটমোহর উপজেলার চরাঞ্চলে প্রতিবছরই পেঁয়াজ চাষ হয়ে থাকে। দামটা এবার চড়া হওয়ায় কৃষকের মুখেও হাসি উঁকি দিতে শুরু করে। কিন্তু সে হাসিতে দুশ্চিন্তার ছাপ ফেলেছে কিছু দুর্বৃত্ত। তারা রাতের আঁধারে কৃষকের ক্ষেতের পেঁয়াজ চুরি করে নেয়। এর ফলে রাত জেগে কৃষকরা ক্ষেত পাহারা দিতে বাধ্য হয়েছে। তাড়াশ উপজেলার হেমনগর, চরহামকুড়িয়া, কাঁটাবাড়ী প্রভৃতি গ্রাম ঘুরে জানা যায়, পেঁয়াজ চুরি ঠেকাতে প্রতিটা জমিতে পাহারা বসানো হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা