শনিবার । ০৭ ডিসেম্বর ২০১৯। ২২ অগ্রহায়ণ ১৪২৬। ৯ রবিউস সানি ১৪৪১
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় বাল্যবিবাহ আয়োজন করার দায়ে বর ও কনের বাবাকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ঘটনাটি ঘটে গতকাল সোমবার উপজেলার চরঝামা গ্রামে।
আদালত সূত্রে জানা গেছে, মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার চরঝামা গ্রামের মো. নূর মিয়ার ছেলে আলাউদ্দিন মোল্লার (২৫) সঙ্গে গতকাল সাতৈর ইউনিয়নের ডোবরা গ্রামের চতুর্থ শ্রেণির ছাত্রীর বিয়ের দিন ধার্য ছিল। বাল্যবিয়ের খবর পেয়ে গতকাল দুপুর ২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাকিলা বিনতে মতিন কনের বাড়িতে হাজির হয়ে এ দণ্ড দেন।
মন্তব্য