kalerkantho

বুধবার। ৬ মাঘ ১৪২৭। ২০ জানুয়ারি ২০২১। ৬ জমাদিউস সানি ১৪৪২

রংপুরে বিভাগীয় সাহিত্য সম্মেলন

রংপুর অফিস   

৩ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেরংপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে রংপুর বিভাগীয় সাহিত্য সম্মেলন। গত রবিবার রংপুর টাউন হলে বিভাগীয় লেখক পরিষদ দিনব্যাপী এ সাহিত্য সম্মেলনের আয়োজন করে। সম্মেলন উদ্বোধন করেন প্রবীণ লেখক অধ্যাপক মুহম্মদ আলীম উদ্দীন। দিনব্যাপী এ আয়োজনে রংপুর বিভাগের আট জেলার চার শতাধিক কবি, লেখক এতে নিজেদের মধ্যে সাহিত্য-সাংস্কৃতিক অভিজ্ঞতা বিনিময়সহ ছড়া ও কবিতা পাঠ করেন। বিকেলের সমাপনী পর্বে প্রধান অতিথি ছিলেন প্রখ্যাত কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক। সমাপনী পর্বে আট জেলা থেকে আটজন সাহিত্যিককে সংগঠনের পক্ষ থেকে ‘গুণী সাহিত্যিক সম্মাননা’ দেওয়া হয়।

মন্তব্যসাতদিনের সেরা