kalerkantho

সোমবার । ১৫ অগ্রহায়ণ ১৪২৭। ৩০ নভেম্বর ২০২০। ১৪ রবিউস সানি ১৪৪২

কালো ধোঁয়ায় ঝুঁকিতে সেতাবগঞ্জ চিনিকলের বাগান

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি   

৩ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ চিনিকলের আওতাধীন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার টাঙ্গন নদীর পারঘাটা সেতুঘেঁষা মাধবাপুর মৌজায় বিশাল আমবাগান ও তিন ফসলি জমির মধ্যে এম এ বি নামের একটি ইটভাটা গড়ে উঠেছে। এর কালো ধোঁয়ায় মাঠের ফসলের পাশাপাশি আমবাগানটি ঝুঁকির মধ্যে পড়েছে।

এলাকাবাসাীর অভিযোগ, বছর দুয়েক আগে এম এ বি ইটভাটাটি গড়ে ওঠার পর ভাটার বিষাক্ত কালো ধোঁয়ায় আশপাশের জমির ফসল ও পাশের আমবাগানটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভাটার মালিক আব্দুল মান্নান জানান, তাঁরা নিয়ম মেনেই ভাটা তৈরি করেছেন।

সেতাবগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল লতিফ জানান, ভাটা থেকে বাগানের দূরত্ব কম হওয়ায় বাগানটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভাটার কারণে যেন বাগানটি ক্ষতিগ্রস্ত না হয় সে জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন তিনি।

মন্তব্যসাতদিনের সেরা