kalerkantho

বুধবার । ১১ ডিসেম্বর ২০১৯। ২৬ অগ্রহায়ণ ১৪২৬। ১৩ রবিউস সানি     

৯৯৯-এ ফোন বন্ধ বাল্যবিয়ে

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি   

২৩ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসেবামূলক হটলাইন ৯৯৯ নম্বরে ফোন পেয়ে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার পল্লীতে এক স্কুল শিক্ষার্থীর বাল্যবিয়ে আটকে দিয়েছে পুলিশ। শুক্রবার সকালে কুমিড়া পণ্ডিতপুকুর পুলিশ ফাঁড়ির এসআই আমজাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানায়, ভাটরা ইউনিয়নের রুস্তমপুর গ্রামের এক স্কুলছাত্রীর বিয়ে ঠিক হয় ভাটগ্রাম ইউনিয়নের দামরুল গ্রামের এক ছেলের সঙ্গে। ওই ছেলে এর আগেও একটি বিয়ে করেছে এবং সে ঘরে একটি বাচ্চাও রয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে সেই ছেলের সঙ্গে স্কুলছাত্রীর বিয়ের প্রস্তুতি চলছিল। কিন্তু বিয়েতে রাজি না হয়ে ওই ছাত্রী নিজেই ৯৯৯-এ ফোন করে সহযোগিতা চায়।

মন্তব্যসাতদিনের সেরা