kalerkantho

মঙ্গলবার । ৯ অগ্রহায়ণ ১৪২৭। ২৪ নভেম্বর ২০২০। ৮ রবিউস সানি ১৪৪২

বশেমুরবিপ্রবিতে যৌন নিপীড়ন

অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ফের তদন্ত কমিটি

বশেমুরবিপ্রবি প্রতিনিধি   

২২ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেগোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের শিক্ষক, সাবেক চেয়ারম্যান আক্কাস আলীকে নিয়ে পত্রপত্রিকায় প্রকাশিত সংবাদের বিষয়ে সুষ্ঠু তদন্তের জন্য ফের কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার ডেপুটি রেজিস্ট্রার মো. মোরাদ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আইন বিভাগের শিক্ষক আব্দুল কুদ্দুস মিয়াকে প্রধান করে সাত সদস্যের এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, আক্কাস আলীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ ওঠায় গত ৭ এপ্রিল একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

মন্তব্য