kalerkantho

মঙ্গলবার । ৯ অগ্রহায়ণ ১৪২৭। ২৪ নভেম্বর ২০২০। ৮ রবিউস সানি ১৪৪২

ছাত্রলীগ নেতা আটক

ঝালকাঠি প্রতিনিধি   

২২ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে



সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ঝালকাঠি সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি রফিকুর রহমান রাহাতকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে শহরের টিঅ্যান্ডটি সড়কের বাসা থেকে তাঁকে আটক করা হয়। রাহাতের বিরুদ্ধে তাঁর বাবা ইউপি চেয়ারম্যান আবদুস শুক্কুর মোল্লা বাসায় ভাঙচুর ও অবাধ্য আচরণের অভিযোগ করেছেন পুলিশের কাছে। জানা যায়, সকালে রাহাত তার মা-বাবার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে। এর প্রতিবাদ করলে বাসায় ভাঙচুর চালায় সে। এ ছাড়াও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব কারণে তার মা-বাবা অতিষ্ঠ হয়ে পড়েছেন। তাঁরা বিষয়টি পুলিশকে জানান। পুলিশ গিয়ে বাসা থেকে রাহাতকে আটক করে।

মন্তব্য