kalerkantho

মঙ্গলবার । ৯ অগ্রহায়ণ ১৪২৭। ২৪ নভেম্বর ২০২০। ৮ রবিউস সানি ১৪৪২

সংক্ষিপ্ত

মানববন্ধনে বাধার প্রতিবাদে মিছিল

শাবিপ্রবি প্রতিনিধি   

২২ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমানববন্ধনে বাধার প্রতিবাদে মিছিল

মানববন্ধনে বাধার প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল ক্যাম্পাসে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। ছবি : কালের কণ্ঠ

মানববন্ধনে বাধার প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি)  শিক্ষার্থীরা গতকাল বৃহস্পতিবার ক্যাম্পাসে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সমাবর্তন উপলক্ষে আগামী ৫ থেকে ১৬ জানুয়ারি প্রশাসনের হল বন্ধ রাখার সিন্ধান্তের প্রতিবাদে গত বুধবার ক্যাম্পাসে মানববন্ধন করেন সাধারণ শিক্ষার্থীরা। প্রশাসনের অনুমতি না নিয়ে মানববন্ধন করায় এতে বাধা দেন প্রক্টরিয়াল বডির সদস্যরা। এর প্রতিবাদে গতকাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে একটি মানববন্ধন হয়। মানববন্ধন শেষে ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপাচার্য ভবনের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য দেন নাযিরুল আযম বিশ্বাস, তানভীর আকন্দ প্রমুখ।

মন্তব্য