kalerkantho

মঙ্গলবার । ৯ অগ্রহায়ণ ১৪২৭। ২৪ নভেম্বর ২০২০। ৮ রবিউস সানি ১৪৪২

সংক্ষিপ্ত

মহাসড়কের পাশে উচ্ছেদ অভিযান

দিনাজপুর প্রতিনিধি   

২২ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদিনাজপুর থেকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ হয়ে ঢাকামুখী ১০৬ কিলোমিটার চারলেন মহাসড়কের কাজ শুরু হয়েছে। এ জন্য গত মঙ্গলবার থেকে অভিযান চালিয়ে দিনাজপুর-ঢাকা মহাড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। অভিযানের তৃতীয় দিনে গতকাল বৃহস্পতিবার বিরামপুর উপজেলায় মহাসড়কের দুই পাশের বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহাবুবুর রহমান ফারুকী অভিযানে নেতৃত্ব দেন। তিনি বলেন, ‘১০৬ কিলোমিটার চারলেন মহাসড়কটির কাজ আগামী ছয় মাসের মধ্যে শেষ করা হবে। এ কারণে উচ্ছেদ অভিযান চলবে। তবে ভবিষ্যতে ছয় থেকে আটলেন সড়কের পরিকল্পনা আছে সরকারের। এ প্রকল্প বাস্তবায়নে ৯০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।’

মন্তব্য