kalerkantho

শনিবার । ৯ মাঘ ১৪২৭। ২৩ জানুয়ারি ২০২১। ৯ জমাদিউস সানি ১৪৪২

হাবিপ্রবি ছাত্রের মৃত্যু

রহস্য উদ্ঘাটনের দাবিতে রাস্তায় সহপাঠীরা

দিনাজপুর প্রতিনিধি   

২২ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ছাত্র খন্দকার সিহাবুল শিশিরের (২২) মৃত্যুর রহস্য উদ্ঘাটন এবং তদন্তে কেউ দোষী হলে বিচারের দাবি জানিয়ে মানববন্ধন করেছেন তাঁর সহপাঠীরা। আগামী তিন দিনের মধ্যে মৃত্যুর রহস্য উদ্ঘাটন করে জড়িতদের গ্রেপ্তার করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তাঁরা।

গতকাল বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়সংলগ্ন দিনাজপুর-রংপুর মহাসড়কে ইঞ্জিনিয়ারিং ও ফুড ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, খন্দকার সিহাবুল শিশির সাঁতার জানতেন। হাঁটু পানি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়েছে, যা রহস্যজনক।

মানববন্ধনে ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মারুফ আহমেদ, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আতিক হাসান, ফুড ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের ইমরুল ইসলাম বক্তব্য দেন।

মন্তব্যসাতদিনের সেরা