রংপুরের পীরগাছা উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের পশ্চিমদেবু গ্রামের শাওন মিয়ার স্ত্রী (২৫) ও তাঁর মেয়ে (৬) নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পীরগাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, গত ১৩ নভেম্বর সকাল সাড়ে ১০টার দিকে পশ্চিমদেবু গ্রামের নিজ বাড়ি থেকে মেয়েকে নিয়ে বাবার বাড়ি যাওয়ার সময় তাঁরা নিখোঁজ হন। ওই নারী পাশের সুন্দরগঞ্জ উপজেলার চাচিয়া মীরগঞ্জ গ্রামের আবু বকর সিদ্দিকের মেয়ে। পরে বাবার বাড়িতে খোঁজ নিয়ে জানা যায়, তাঁরা সেখানে পৌঁছাননি। এরপর আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব স্থানে খুঁজেও তাঁদের সন্ধান পাওয়া যায়নি।
মেয়েসহ নিখোঁজ ববিতার স্বামী শাওন মিয়া বলেন, ‘কেউ তাঁদের সন্ধান পেলে পীরগাছা থানায় যোগাযোগের অনুরোধ জানাচ্ছি।’
এ বিষয়ে পীরগাছা থানার ওসি রেজাউল করিম বলেন, ‘এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নিখোঁজ মা ও মেয়েকে উদ্ধারে চেষ্টা চলছে।’
মন্তব্য