kalerkantho

বুধবার । ২২ জানুয়ারি ২০২০। ৮ মাঘ ১৪২৬। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪১     

মনসুর হত্যার বিচার দাবি

আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ   

২১ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেময়মনসিংহের নান্দাইল উপজেলার শ্রমিক লীগ নেতা আবুল মনসুর হত্যার পাঁচ বছর পার হলেও এখনো শুরু হয়নি বিচারকার্য। এ অবস্থায় পঞ্চম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে গতকাল বুধবার বিকেলে উপজেলা আওয়ামী লীগ এক শোকসভা ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে। শোকসভা ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও নিহতের ছোট ভাই সিরাজুল ইসলাম ভূইয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক চৌধুরী স্বপন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মুসলেম উদ্দিন ফকির, আমিনুল ইসলাম শাহান, সাংগঠনিক সম্পাদক সাবেক মেয়র আব্দুস সাত্তার ভূইয়া উজ্জ্বল, নাজিমুল্লাহ লিটন, চণ্ডীপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এমদাদুল হক ভূইয়া ছাড়াও দলীয় নেতাকর্মীরা। উল্লেখ্য, ২০১৪ সালের ২০ নভেম্বর আবুল মনসুর ভুইয়াকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা।

মন্তব্যসাতদিনের সেরা