kalerkantho

শুক্রবার । ৩ আশ্বিন ১৪২৭। ১৮ সেপ্টেম্বর ২০২০। ২৯ মহররম ১৪৪২

শাবিপ্রবিতে পণ্ড মানববন্ধন

শাবিপ্রবি প্রতিনিধি   

২১ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদীর্ঘ এক যুগেরও বেশি সময় পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাওয়া তৃতীয় সমাবর্তনের সময় হল খোলা রাখার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন প্রশাসনের বাধায় পণ্ড হয়েছে। গতকাল ক্যাম্পাসে মানববন্ধন পরবর্তী সমাবেশের প্রস্তুতি নেওয়াকালে তা পণ্ড করে দেন প্রক্টরিয়াল বডির সদস্যরা। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ভবনের সামনে ‘সাধারণ শিক্ষার্থী’ দাবি করে কয়েকজন শিক্ষার্থী মানববন্ধনে দাঁড়ান। কিন্তু মানববন্ধনের অনুমতি না নেওয়ায় তাঁদের কর্মসূচিতে বাধা দেয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। সার্বিক বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক জহীর উদ্দিন আহমদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলেও ফোন ধরেননি তিনি। উল্লেখ্য, শাবিপ্রবিতে দীর্ঘ প্রতীক্ষার পর তৃতীয় সমাবর্তন আগামী ৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

মন্তব্যসাতদিনের সেরা