kalerkantho

সোমবার। ২৭ জানুয়ারি ২০২০। ১৩ মাঘ ১৪২৬। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪১     

বিনা মূল্যের অ্যাম্বুল্যান্স দিলেন চেয়ারম্যান

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি   

২০ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেইউনিয়নবাসীর জন্য বিনা মূল্যে অ্যাম্বুল্যান্স সেবা চালু করলেন ময়মনসিংহের ভালুকা উপজেলার ১০ নম্বর হবিরবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ বাচ্চু। গতকাল মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয় চত্বরে তিনি ইউনিয়নবাসীর জন্য তাঁর বাবা মুক্তিযোদ্ধা সিদ্দিক চেয়ারম্যানের নামে অ্যাম্বুল্যান্সটি উদ্বোধন করেন। উদ্বোধনের সময় ইউপি সদস্য হাফিজ উদ্দিন মৃধা, শাজাহান খান, বুলবুল ইসলাম, আবদুর রাশিদ ঢালী, শাহানাজ পারভীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

চেয়ারম্যান তোফায়েল আহাম্মেদ বাচ্চু বলেন, ‘এখন থেকে হবিরবাড়ী ইউনিয়নে বসবাসকারী যেকোনো অসুস্থ ব্যক্তি বিনা মূল্যে এই অ্যাম্বুল্যান্সের সেবা পাবে।’

মন্তব্যসাতদিনের সেরা