kalerkantho

শুক্রবার । ০৬ ডিসেম্বর ২০১৯। ২১ অগ্রহায়ণ ১৪২৬। ৮ রবিউস সানি ১৪৪১     

কালাইয়ে বয়লার বিস্ফোরণ ঝলসে গেল চারজন

জয়পুরহাট প্রতিনিধি   

২০ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেজয়পুরহাটের কালাইয়ে চাতালের বয়লার বিস্ফোরণে তিন শ্রমিক ও এক শিশু ঝলসে গেছে। গতকাল মঙ্গলবার সকালে কালাই পৌর শহরের দুরঞ্জ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত দুজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুজন কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে। আহতরা হলেন কালাই উপজেলার সিতাহার গ্রামের আব্দুল লতিফ (৪৫), তাঁর স্ত্রী ছালমা খাতুন (৩৮), ছেলে সাগর হোসেন (৩) ও মা ওসনা বেগম (৩৬)। মায়ের সঙ্গে চাতালে গিয়েছিল শিশু সাগর।

কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আশিক আহমেদ জেবাল বলেন, আহতদের মধ্যে আব্দুল লতিফ ও তাঁর স্ত্রী ছালমা খাতুনের অবস্থা গুরুতর। তাঁদের বগুড়ায় পাঠানো হয়েছে। কালাই থানার ওসি আব্দুল লতিফ খান জানান, পাঁচশিরা-মাত্রাই সড়কের দুরঞ্জ এলাকায় শামিম হোসেনের চাতালে শ্রমিকরা দীর্ঘদিন ধরে ধান সিদ্ধ ও শুকানোর কাজ করে আসছিলেন। গতকাল সকালে তাঁরা সবাই মিলে ড্রামে করে ধান সিদ্ধ করার সময় অতিরিক্ত গ্যাসের চাপে ড্রামটি বিস্ফোরিত হলে গরম পানিতে তাঁদের শরীর ঝলসে যায়।

মন্তব্যসাতদিনের সেরা