kalerkantho

বুধবার । ২২ জানুয়ারি ২০২০। ৮ মাঘ ১৪২৬। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪১     

ময়মনসিংহে রেলওয়ের জমি উদ্ধারে অভিযান

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ   

১৯ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেময়মনসিংহে রেলওয়ের জমি উদ্ধারে অভিযান

ময়মনসিংহে গতকাল রেল বিভাগের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান। ছবি : কালের কণ্ঠ

ময়মনসিংহে রেলওয়ের জমি উদ্ধারে অভিযান শুরু করেছে রেলওয়ের ভূসম্পত্তি বিভাগ। গতকাল দুপুর থেকে এ অভিযান শুরু হয়। আজ আরো জোরালো অভিযান চলবে। অভিযানের প্রথম দিনে শতাধিক স্থাপনা ভেঙে দিয়েছে রেল বিভাগ। তবে অভিযানের খবর পেয়ে আগেই বিপুলসংখ্যক অবৈধ দখলদার নিজেদের উদ্যোগেই তাদের ঘরবাড়ি ভেঙে মালপত্র সরিয়ে নিয়েছে। সাধারণ নাগরিকরা এ অভিযানকে স্বাগত জানিয়েছে। তবে দখলমুক্ত স্থান যেন আবারও বেদখল না হয় এ ব্যাপারে সজাগ থাকার দাবি জনিয়েছে নাগরিকরা।

রেলওয়ের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা নজরুল ইসলাম অভিযানের নেতৃত্ব দেন।

 

মন্তব্যসাতদিনের সেরা