kalerkantho

সোমবার । ০৯ ডিসেম্বর ২০১৯। ২৪ অগ্রহায়ণ ১৪২৬। ১১ রবিউস সানি ১৪৪১     

১০ দিন পর উদ্ধার হলেন জেলে সবুজ

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি   

১৯ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঝড়ে ট্রলারডুবির পর নদীতে ভেসে ও সুন্দরবনের গাছে চড়ে ১০ দিন কাটানোর পরে বাড়িতে ফিরেছেন নিখোঁজ জেলে সবুজ ফরাজি (২৫)। গত সোমবার সন্ধ্যার দিকে সুন্দরবনে নারকেলবাড়িয়া নদীর বুড়ো জাহাজ নামক স্থান থেকে আব্দুল হালিম নামের এক জেলে তাঁকে উদ্ধার করেন। সবুজ বরগুনা জেলার আমতলী থানার লালুপাড়া গ্রামে মুজিবর ফরাজির ছেলে।

সবুজ জানান, গত ৮ নভেম্বর এফবি তরিকুল ইসলাম-১ নামের একটি ফিশিং ট্রলারে সুন্দরবনের নারকেলবাড়ি এলাকায় মাছ ধরার সময় ইঞ্জিন বিকল হয়ে প্রচণ্ড তুফানে নদীতে ডুবে যায়। এ সময় তিনিসহ ট্রলারে থাকা ১৫ জেলে নদীতে ভেসে যান। চারদিকে অথৈ পানি। উত্তাল ঢেউয়ের চাপে একবার পানির গভীরে, কিছুক্ষণ পর ভেসে ওঠেন পানির ওপরে। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ভাসতে ভাসতে তিন দিন পর সুন্দরবনের পাগড়াতলীর চরে উঠতে সক্ষম হন। দীর্ঘ ১০ দিন সুন্দরবনে গোলগাছের ফল খেয়ে কোনো রকমে জীবন বাঁচে তাঁর। পরবর্তী সময়ে গত সোমবার হালিম নামের এক জেলে তাঁকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

মন্তব্যসাতদিনের সেরা