kalerkantho

বুধবার । ৮ আশ্বিন ১৪২৭ । ২৩ সেপ্টেম্বর ২০২০। ৫ সফর ১৪৪২

সংক্ষিপ্ত

ফল বিপর্যয়ের হেতু জানতে আবেদন

দিনাজপুর প্রতিনিধি   

১৯ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদিনাজপুর সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের এমএসসির (শেষ বর্ষ) প্রকাশিত ফলাফলে বিপর্যয় ঘটেছে। উদ্ভিদবিজ্ঞান বিভাগ থেকে অংশ নেওয়া ১৫১ জনের মধ্যে ৮২ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। বিভাগীয় প্রধান ও কলেজের অধ্যক্ষ বলছেন, কোনো ত্রুটির কারণে ফলাফলে এমন বিপর্যয় হয়েছে। ফল দ্রুত পুনর্মূল্যায়নের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করা হয়েছে। উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান (দায়িত্বপ্রাপ্ত) দেলোয়ার হোসেন বলেন, ‘ফলাফলের বিষয়ে বিভাগের শিক্ষার্থীরা আবেদন করেছে। আবেদনটি বিভাগের পক্ষ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে।’

মন্তব্যসাতদিনের সেরা