kalerkantho

সোমবার । ১৬ ডিসেম্বর ২০১৯। ১ পোষ ১৪২৬। ১৮ রবিউস সানি                         

এবার ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে পাল্টা অভিযোগ

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি   

১৮ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসিরাজগঞ্জের তাড়াশে স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আবদুল আজিজের বিরুদ্ধে সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে তাড়াশ উপজেলা আওয়ামী লীগ। গতকাল রবিবার সকালে তাড়াশ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্যে তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল হক বলেন, ‘গত ১৫ নভেম্বর তাড়াশ সদর ইউনিয়নের চেয়ারম্যান বাবুল শেখ স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. আবদুল আজিজের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে যে তথ্য পরিবেশন করেছেন, তা মিথ্যা ও বিভ্রান্তিকর।’

তিনি আরো বলেন, ‘ডা. আবদুল আজিজের সুনাম নষ্ট করার জন্য চেয়ারম্যান বাবুল শেখ সংবাদ সম্মেলনে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করেছেন। এ ব্যাপারে তাড়াশ উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ জানানো হচ্ছে।’ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, সিনিয়র সহসভাপতি মির্জা আকবার আলী মাস্টার, সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান লাবু, যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান মর্জিনা ইসলাম, যুবলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ প্রমুখ।

মন্তব্যসাতদিনের সেরা