kalerkantho

মঙ্গলবার । ২৮ জানুয়ারি ২০২০। ১৪ মাঘ ১৪২৬। ২ জমাদিউস সানি ১৪৪১     

৩৩৩-এ মিলবে নাগরিক সেবা

বাগেরহাট প্রতিনিধি   

১৭ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদেশের যেকোনো প্রান্ত থেকে ট্রিপল থ্রি (৩৩৩) নম্বরে ফোন করলেই মিলবে নাগরিক সেবা। ২০১৮ সালের ১২ এপ্রিল আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করা হয়। এ পর্যন্ত তিন মিলিয়নেরও বেশি মানুষ ৩৩৩-এ ফোন করেছে। এর মধ্যে চলতি বছরের ১৫ জুন পর্যন্ত শুধু বাগেরহাটের ১৫ হাজার ৪৪২ জন মানুষ এ নম্বরে ফোন করে সেবা নিয়েছে। তাদের মধ্যে অধিকাংশই বাল্যবিয়ে বন্ধ, খাদ্যে ভেজাল, মাদক ও পরিবেশ বিষয়ে কথা বলেছে। বাগেরহাটে ৩৩৩-এর মাঠ পর্যায়ে ব্যাপক প্রচারণার বিষয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে। গতকাল শনিবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেন, ‘পর্যায়ক্রমে মানুষের কর্মসংস্থান ও উদ্যাক্তা তৈরি হবে ৩৩৩-এর মাধ্যমে।’ সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শাহীনুজ্জামান, বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার বক্তব্য দেন।

মন্তব্যসাতদিনের সেরা