kalerkantho

শুক্রবার । ০৬ ডিসেম্বর ২০১৯। ২১ অগ্রহায়ণ ১৪২৬। ৮ রবিউস সানি ১৪৪১     

শিক্ষকের সন্তানদের ভাতার ভাগ কর্তার পকেটে

চাটমোহর (পাবনা) প্রতিনিধি   

১৭ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে



প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সন্তানদের সরকার প্রদত্ত শিক্ষা ভাতা কর্তন করেছেন চাটমোহর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম। এর ফলে উপজেলার শিক্ষকদের মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। জানা গেছে, সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন শিক্ষকসহ সব সরকারি চাকরিজীবীর সন্তানদের শিক্ষা ভাতা হিসেবে এক সন্তানের জন্য মাসিক ৫০০ টাকা হারে সর্বোচ্চ দুই সন্তানের জন্য এই শিক্ষা ভাতা প্রযোজ্য আছে। কিন্তু সরকারের এ সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চাটমোহর উপজেলা শিক্ষা কর্মকর্তা গত সেপ্টেম্বর থেকে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সন্তানদের ওই শিক্ষা ভাতা কর্তন করে দেন। এর জন্য কোনো শিক্ষককেই এ বিষয়ে কোনো নোটিশও দেওয়া হয়নি বলে ভুক্তভোগীরা দাবি করেছেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম বলেন, ‘সরকারি কোনো পরিপত্র না থাকলেও কয়েক বছর আগের একটি রেজল্যুশন আমার কাছে আছে।’

মন্তব্য



সাতদিনের সেরা