kalerkantho

বুধবার । ১১ ডিসেম্বর ২০১৯। ২৬ অগ্রহায়ণ ১৪২৬। ১৩ রবিউস সানি     

কালের কণ্ঠে সংবাদ

ফুলপুরে সেই ভূমি কর্মকর্তা প্রত্যাহার

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি   

১৬ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঅফিসে বসে ইয়াবা সেবন করায় ময়মনসিংহের ফুলপুর উপজেলার ভূমি কর্মকর্তা সমীর কুমার চক্রবর্তীকে প্রত্যাহার করা হয়েছে। তাঁকে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে অফিস চলাকালীন সমীর কুমার চক্রবর্তীর ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। গত বৃহস্পতিবার কালের কণ্ঠ অনলাইন ও গতকাল পত্রিকায় সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলে জেলা প্রশাসকের নজরে পড়ে। পরে তাঁকে ফুলপুরের ভূমি অফিস থেকে প্রত্যাহার করা হয়।

এ ব্যাপারে ময়মনসিংহ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেরমাহমুদ মুরাদ বলেন, ফুলপুর থেকে প্রত্যাহার করে জেলা প্রশাসক কার্যালয়ে নেওয়া হলেও তাঁর বিরুদ্ধে তদন্ত করে পরবর্তী সময়ে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্যসাতদিনের সেরা