kalerkantho

বৃহস্পতিবার । ২৩ জানুয়ারি ২০২০। ৯ মাঘ ১৪২৬। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪১          

ক্যাম্পাস পরিষ্কার করল শুভসংঘ

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

১৫ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের পরিষ্কার-পরিচ্ছন্ন ক্যাম্পাস উপহার দেওয়ার লক্ষ্যে মাঠে নেমেছে কালের কণ্ঠ শুভসংঘের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা। গতকাল বৃহস্পতিবার সকালে ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত এ বিশ্ববিদ্যালয়ের ‘জয় বাংলা ভাস্কর্য’র সামনে থেকে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করে তারা। এ সময় বিশ্ববিদ্যালয় শাখা শুভসংঘের সদস্যরা সব একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন, স্বাধীনতার স্মৃতিস্তম্ভ (চির উন্নত মম শির), ক্যাফেটেরিয়া, খেলার মাঠ, টুকিটাকি চত্বরসহ বিভিন্ন স্থানে পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় শাখা শুভসংঘের সাধারণ সম্পাদক তিতলী দাস বলেন, ‘১৭ নভেম্বর থেকে শুরু হবে ভর্তি পরীক্ষা। ভর্তীচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকরা যেন বিরূপ মনোভাব পোষণ করতে না পারে, সে জন্য আমাদের এ উদ্যোগ।’

মন্তব্যসাতদিনের সেরা