kalerkantho

বুধবার । ২২ জানুয়ারি ২০২০। ৮ মাঘ ১৪২৬। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪১     

অফিসেই ইয়াবা সেবন

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি   

১৫ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঅফিসেই ইয়াবা সেবন

ময়মনসিংহের ফুলপুর উপজেলা ভূমি কর্মকর্তা সমীর কুমার চক্রবর্তী। ছবি : কালের কণ্ঠ

ময়মনসিংহের ফুলপুরে এক ভূমি কর্মকর্তার অফিস চলাকালীন ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল হয়েছে। গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ে।

এ নিয়ে ফুলপুরে ব্যাপক সমালোচনা চলছে। অভিযুক্ত কর্মকর্তার নাম সমীর কুমার চক্রবর্তী। তিনি এ কার্যালয়ের প্রধান সহকারী কাম হিসাবরক্ষক হিসেবে কর্মরত।

ভিডিওতে দেখা যায়, তিনি অফিসে চেয়ারে বসেন। এ সময় সহকারীরা ইয়াবা নিয়ে এলে তিনি তা সেবন করেন। দীর্ঘদিন ধরে তাঁর বিরুদ্ধে ইয়াবা সেবনসহ বিভিন্ন দুর্নীতি-অনিয়মের অভিযোগ শোনা যাচ্ছিল। ভিডিওটির মাধ্যমে তাঁর ইয়াবা সেবনের অভিযোগ প্রমাণিত হলো।

এদিকে গত বুধবার এ কার্যালয়ে ময়মনসিংহ দুর্নীতি দমন কমিশনের উপসহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্রধরসহ কয়েকজন কর্মকর্তা এ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অভিযোগের সত্যতা পান।

মন্তব্যসাতদিনের সেরা