kalerkantho

বুধবার । ২২ জানুয়ারি ২০২০। ৮ মাঘ ১৪২৬। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪১     

পাচার অভিযোগে দম্পতি আটক

যশোর অফিস   

১৫ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচাকরির প্রলোভন দেখিয়ে দুই নারীকে ভারতে পাচার ও পতিতাবৃত্তিতে বাধ্য করার অভিযোগে যশোর কোতোয়ালি পুলিশ এক দম্পতিকে আটক করেছে। আটককৃতরা হলেন আরিফা আক্তার পপি (২৮) ও তাঁর স্বামী হালিম মোল্লা (৫৮)। হালিম যশোর সদর উপজেলার শেখহাটি গ্রামের মৃত মেছের আলীর ছেলে। গত বুধবার তাঁদের আটক করা হয়। এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে যশোর পুলিশ সুপারের সভাকক্ষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম।

মন্তব্যসাতদিনের সেরা