kalerkantho

বৃহস্পতিবার । ২৩ জানুয়ারি ২০২০। ৯ মাঘ ১৪২৬। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪১          

পাঁচবিবিতে মসজিদের স্থান পরিবর্তনের দাবি

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি   

১৫ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপাঁচবিবিতে মসজিদের স্থান পরিবর্তনের দাবি

জয়পুরহাটের পাঁচবিবিতে সরকারি অর্থায়নে মডেল মসজিদ নির্মাণের প্রস্তাবিত স্থান পরিবর্তনের দাবিতে গতকাল মানববন্ধন ও সমাবেশ করেছে নাগরিক কমিটি। ইনসেটে গত বুধবার প্রকাশিত প্রতিবেদনের স্ক্রিনশট। ছবি : কালের কণ্ঠ

জয়পুরহাটের পাঁচবিবিতে সরকারি অর্থায়নে মডেল মসজিদ নির্মাণের প্রস্তাবিত স্থান পরিবর্তনের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে নাগরিক কমিটি।

পাঁচবিবি নাগরিক কমিটির আহ্বানে সকাল ১১টায় বাসস্ট্যান্ড থেকে বটতলী পর্যন্ত এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। নাগরিক কমিটির নেতারা ছাড়াও মানববন্ধনে শিক্ষার্থীসহ সব শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে। এতে সভাপতিত্ব করেন নাগরিক কমিটির আহ্বায়ক এ  কে এম মাহাবুবুর রহমান টুকু।

বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মুনিরুল শহিদ মণ্ডল, ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মণ্ডল, পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সম্পাদক হাবিবুর রহমান হাবিব, বিএনপি নেতা সাইফুল ইসলাম ডালিম, জাতীয় পার্টির নেতা মন্তাজুর রহমান বাচ্চুসহ নাগরিক কমিটির অন্য নেতারা।

এ নিয়ে গত বুধবার কালের কণ্ঠ’র প্রিয় দেশ পাতায় সংবাদ পরিবেশিত হয়।

মন্তব্যসাতদিনের সেরা