kalerkantho

বৃহস্পতিবার । ৯ আশ্বিন ১৪২৭ । ২৪ সেপ্টেম্বর ২০২০। ৬ সফর ১৪৪২

গৌরনদীতে ব্যাপক ক্ষতি

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি   

১৫ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে বরিশালের গৌরনদীতে ধান, পান ও মাছের ব্যাপক ক্ষতি হয়েছে। ভেঙে পড়েছে বিভিন্ন প্রজাতির গাছপালা ও ঘরবাড়ি। গৌরনদী উপজেলায় প্রায় সাত হাজার ১০ হেক্টর আমন ধান নষ্ট হয়েছে। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন গৌরনদীর পান চাষিরা। গৌরনদী কৃষি কর্মকর্তা মুহাম্মদ মামুনুর রহমান জানান, ক্ষতির পরিমাণ এখনো সঠিকভাবে বলা যাচ্ছে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান বলেন, ‘আগামী দু-এক দিনের মধ্যে আমরা সব ক্ষতির ব্যাপারে জানাতে পারব।’

মন্তব্যসাতদিনের সেরা