kalerkantho

শুক্রবার । ৩ আশ্বিন ১৪২৭। ১৮ সেপ্টেম্বর ২০২০। ২৯ মহররম ১৪৪২

শরণখোলায় ৯৭৬ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি   

১৫ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবাগেরহাটের শরণখোলায় ঘূর্ণিঝড় বুলবুলে ৯৭৬টি ঘরবাড়িসহ কৃষি, মৎস্য, গাছপালা, রাস্তাঘাট ও বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে। প্রাথমিক হিসাবে ক্ষতির পরিমাণ প্রায় ১৫ কোটি টাকা। এর পরিমাণ আরো বাড়তে পারে বলে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গেছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রণজিৎ সরকার জানান, ঝড়ে সম্পূর্ণ ও আংশিক মিলে ৯৭৬টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আর্থিক হিসাবে যার পরিমাণ এক কোটি ৯৬ লাখ টাকা। উপজেলা কৃষি কর্মকর্তা সৌমিত্র সরকার জানান, ২২০ হেক্টর জমির আমন, ৫০ হেক্টর জমির রবিশস্য ও ১২ হেক্টর জমির শীতকালীন শাকসবজিসহ কৃষি খাতে প্রায় তিন কোটি টাকার ক্ষতি হয়েছে। উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায় জানান, ১২২টি পুকুর ও ঘেরের ২৩ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ছয় টন সাদা মাছ ও চিংড়ি ভেসে গেছে।

মন্তব্যসাতদিনের সেরা