kalerkantho

সোমবার । ১৬ ডিসেম্বর ২০১৯। ১ পোষ ১৪২৬। ১৮ রবিউস সানি                         

সংক্ষিপ্ত

কলাপাড়ায় আমন ক্ষেত লণ্ডভণ্ড

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি   

১৫ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে বেশির ভাগ আমন ক্ষেত বিধ্বস্ত হয়েছে। ফলে কৃষকদের চোখে-মুখে আতঙ্কের ছাপ দেখা দিয়েছে। সরেজমিন উপজেলার নীলগঞ্জ, টিয়াখালী গিয়ে দেখা গেছে, কৃষকের ক্ষেতের ধানগাছ জমিতে মিশে আছে। কোনো কোনো ক্ষেত বন্যার পানির নিচে চলে গেছে।

টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামের নজরুল ইসলাম বলেন, ‘অন্যের কাছ থেকে টাকা ধার নিয়ে আড়াই কানি জমিতে ধান চাষ করেছি। এর মধ্যে প্রায় ৮০ কড়া জমির আমন ধান পুরোপুরি নষ্ট হয়ে গেছে। বছরের খোরাকির ধান এ বছর আর রাখা সম্ভব হবে না। তাই খুব চিন্তায় আছি।’ একই ইউনিয়নের বাদুরতলী গ্রামের শহিদুল ইসলাম বলেন, ‘ধান বিক্রি করে সংসার চালাই। কিন্তু এ বছর ধানের যে ক্ষতি হয়েছে তাতে খোরাকির ধান তোলা সম্ভব হবে না।’ কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা আ. মান্নান জানান, ঘূর্ণিঝড়ের তাণ্ডবে এক হাজার ৯৬ হেক্টর জমির ধান পুরোপুরি নষ্ট হয়ে গেছে।

মন্তব্যসাতদিনের সেরা