kalerkantho

বুধবার । ২২ জানুয়ারি ২০২০। ৮ মাঘ ১৪২৬। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪১     

নানার কাঁচির আঘাতে প্রাণ গেল নাতনির

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি   

১৪ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমাদারীপুরের রাজৈরে নানার কাঁচির আঘাতে প্রাণ গেছে ৯ মাস বয়সী নাতনি মরিয়মের।

গতকাল বুধবার সকালে সাতবাড়িয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। মরিয়ম সদর উপজেলার কুচিয়ামড়া গ্রামের জাহাঙ্গীর শেখের মেয়ে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠিয়েছে। জাহাঙ্গীর অভিযোগ করেন, গতকাল সকালে তাঁর স্ত্রী জাপানী বেগম ও শাশুড়ি ফয়জুন বেগম ঝগড়া করছিলেন। এ সময় তাঁর শ্বশুর করম ফরাজী মাঠ থেকে এসে স্ত্রী ও মেয়ের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হন। একপর্যায়ে তিনি ক্ষিপ্ত হয়ে মেয়ে জাপানীকে কাঁচি দিয়ে আঘাত করতে যান। কিন্তু সেই আঘাত মেয়ের শরীরে না লেগে তাঁর কোলে থাকা নাতনি মরিয়মের মাথায় লাগে।

গ্রামবাসী জানায়, গুরুতর আহত অবস্থায় মরিয়মকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার সময় শিশুটি মারা যায়। প্রসঙ্গত, বিয়ের পর থেকে বাবার বাড়িতেই থাকছিলেন জাপানী। রাজৈর থানার ওসি মো. শাহজাহান জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্যসাতদিনের সেরা