kalerkantho

শুক্রবার । ৩ আশ্বিন ১৪২৭। ১৮ সেপ্টেম্বর ২০২০। ২৯ মহররম ১৪৪২

সংক্ষিপ্ত

স্বেচ্ছাসেবীর কাজ করবে শুভসংঘ

পাবনা প্রতিনিধি   

১৪ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামীকাল শুক্রবার। এবারের পরীক্ষায় দুটি ইউনিটে ৯২০টি আসনের বিপরীতে মোট ২৫ হাজার ৭০৫ জন শিক্ষার্থী অংশ নেবে বলে জানা গেছে। পরীক্ষাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে পুলিশ লাইন, জেলা ক্রীড়া সংস্থা, টেনিস ক্লাব, যুব উন্নয়ন অধিদপ্তর, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, টিটিসি, উপজেলা পরিষদ ও ২৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ১০ হাজার পরীক্ষার্থী ও অভিভাবকের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। পরীক্ষার্থী ও অভিভাবকদের উল্লিখিত স্থানগুলোতে পৌঁছে দিতে ঈশ্বরদী জংশন, ঈশ্বরদী বাইপাস রেলস্টেশন, চাটমোহর রেলস্টেশন এবং পাবনা শহরের ছয়টি পয়েন্টে কালের কণ্ঠ শুভসংঘ পাবনার তিনটি ইউনিটের প্রায় অর্ধশত স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করবেন।

মন্তব্যসাতদিনের সেরা