kalerkantho

শুক্রবার । ৮ মাঘ ১৪২৭। ২২ জানুয়ারি ২০২১। ৮ জমাদিউস সানি ১৪৪২

রেললাইনে পিকআপ রেখে চালক উধাও

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি   

১০ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেময়মনসিংহের গফরগাঁওয়ে অনুমোদনহীন রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় একটি পিকআপ গাড়ি উল্টে পাশের খাদে পড়ে গেছে। গতকাল শনিবার সকাল ১১টায় ঢাকা-ময়মনসিংহ রেলপথের মশাখালী ইউনিয়নের শীলা এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। মশাখালী রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলপথের শীলা এলাকায় অনুমোদনহীন রেলক্রসিং পার হওয়ার সময় একটি পিকআপের স্টার্ট বন্ধ হয়ে যায়। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা মহুয়া ট্রেন আসছিল। অবস্থা বেগতিক দেখে পিকআপের চালক গাড়িটি রেলের ওপর রেখেই পালিয়ে যায়। পরে ট্রেনের ধাক্কায় পিকআপটি পাশের খাদে পড়ে যায়।

মন্তব্যসাতদিনের সেরা