ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে গ্যাসের চুলা থেকে আগুনে দগ্ধ গৃহবধূ শিল্পী রানী দেব (২২) মারা গেছেন। গত শুক্রবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গত ৪ নভেম্বর উপজেলা সদরের ঘোষপাড়ায় ভাড়া বাসায় দগ্ধ হন শিল্পী। তিনি হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন গ্রামের শুভ দেবের স্ত্রী। শুভ দেব মুদি দোকানে চাকরি করার সুবাদে নাসিরনগরে ভাড়া বাসায় থাকতেন। নাসিরনগর থানার ওসি মো. সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্যাসের চুলা থেকে ওই গৃহবধূর শরীরে আগুন লাগে।
মন্তব্য