kalerkantho

শুক্রবার । ৮ মাঘ ১৪২৭। ২২ জানুয়ারি ২০২১। ৮ জমাদিউস সানি ১৪৪২

ভূমিসংক্রান্ত সেবায় সিলেটে চালু ৩৩৩

সিলেট অফিস   

১০ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেভূমিসংক্রান্ত আইনি জটিলতায় ভোগান্তির শেষ নেই সাধারণ মানুষের। জমির পরচা বা এসংক্রান্ত অন্য সেবা পেতে দিনের পর দিন ভূমি অফিসে যেতে হয়। কিন্তু এখন এসব ভোগান্তি পোহাতে হবে না। মোবাইল ফোনে ৩৩৩ নম্বরে কল দিলেই মিলবে সেবা। গতকাল শনিবার সিলেট নগরের রিকাবীবাজারে কবি নজরুল অডিটরিয়ামে ভূমিসংক্রান্ত এই ডিজিটাল সেবার উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

মন্ত্রী বলেন, এখন আর ভূমি অফিসে যেতে হবে না। মোবাইল ফোন থেকে ৩৩৩ চেপেই পাওয়া যাবে এসংক্রান্ত সেবা। এতে সময়, অর্থ ও হয়রানি কমবে।

ডিজিটাল সিলেটের কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, ডিজিটাল সিলেট নগর গড়া ছিল তাঁর নির্বাচনী ওয়াদা। এর অংশ হিসেবে মাসদুয়েক আগে এই কাজ শুরু হয়। তিনি বলেন, ৩৩৩ কার্যক্রম চালু হওয়ায় সাধারণ মানুষের জন্য ভূমিসংক্রান্ত সেবা প্রাপ্তি আরো সহজ হয়েছে। আগে জমির পরচার জন্য তিন-চারবার অফিসে যেতে হতো উল্লেখ করে মন্ত্রী বলেন, তখন দালালদের পেছনে ঘুরতে হতো। অনেক টাকাও খরচ করতে হতো। এই সেবা চালু হওয়ায় এখন মানুষ বিড়ম্বনা ছাড়াই তার ভূমির পরচা প্রাপ্তিসহ অন্যান্য সেবা ঘরে বসে পাবে।

মন্তব্যসাতদিনের সেরা