kalerkantho

শুক্রবার । ৮ মাঘ ১৪২৭। ২২ জানুয়ারি ২০২১। ৮ জমাদিউস সানি ১৪৪২

রাস্তায় ঝুলে থাকা তার অপসারণ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি   

১০ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেগাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মনমথ এলাকার ন্যাংগা খালের ওপর নির্মিত সেতুর ওপর ঝুলে থাকা বিদ্যুতের ঝুুঁকিপূর্ণ তার অপসারণ করা হয়েছে। গত ৪ নভেম্বর কালের কণ্ঠ’র প্রিয় দেশ পাতায় ‘সুন্দরগঞ্জে সড়কে ঝুলে থাকা বিদ্যুতের তারে যান চলাচল বিঘ্নিত’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরপর সংবাদটি নজরে পড়লে টনক নড়ে বিদ্যুৎ বিভাগের। দ্রুত বিদ্যুতের ঝুঁকিপূর্ণ তার অপসারণ করার নির্দেশ দেয় রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জোনাল অফিস। গতকাল শনিবার সকালে বিদ্যুতের খুঁটি ও সংযোগ তার অপসারণ করে নিয়েছেন পল্লী বিদ্যুৎ অফিস। এর ফলে সড়কটি দিয়ে নির্বিঘ্নে চলাচল করতে পারবে পথচারীরা। সুন্দরগঞ্জ পল্লী বিদ্যুতের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মিলন কুমার কুণ্ডু বলেন, ‘পত্রিকায় সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসে কর্তৃপক্ষের। পরে বৈদ্যুতিক খুঁটি অপসারণ করার জন্য জোনাল অফিসে জানানো হলে তা সরিয়ে নেওয়া হয়।’

মন্তব্যসাতদিনের সেরা