যশোরের শার্শায় ডিবি পুলিশের হাতে পেট্রল বোমা, রামদা, হকিস্টিকসহ আটক আশিক হোসেন। ছবি : কালের কণ্ঠ
ছয়টি পেট্রল বোমা, পাঁচটি ককটেল, চারটি রামদা, চারটি হকিস্টিকসহ আশিক হোসেন (২৮) নামের এক যুবককে যশোরের শার্শা উপজেলার উলশী পূর্বপাড়া গ্রাম থেকে আটক করেছে ডিবি পুলিশ। আটক আশিক ওই গ্রামের শরিফুল ইসলামের ছেলে।
গতকাল শনিবার দুপুরে যশোর পুলিশ সুপারের সভাকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) তৌহিদুল ইসলাম জানান, শুক্রবার সকালে জেলা ডিবির ওসি মারুফ আহম্মদের নেতৃত্বে মামলার আসামি তরিকুলকে আটকের জন্য ওই বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ওই বাড়ির দ্বিতীয় তলায় প্রবেশকালে তরিকুলের ভাইয়ের ছেলে আশিক পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের চেষ্টা করে। তখন তাঁকে গ্রেপ্তার করা হয়।
এ সময় ওই কক্ষে তল্লাশি চালিয়ে বোমা-রামদা উদ্ধার করা হয়। এ ঘটনায় শার্শা থানায় মামলা হয়েছে।
মন্তব্য