kalerkantho

বুধবার । ১০ অগ্রহায়ণ ১৪২৭। ২৫ নভেম্বর ২০২০। ৯ রবিউস সানি ১৪৪২

এমপিওভুক্ত হলো না ২২ বছরেও

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি   

১০ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপ্রয়োজনীয় ভবন, শিক্ষক-শিক্ষার্থী, একাডেমিক স্বীকৃতি, সুপরিসর খেলার মাঠ—সবই আছে বিদ্যালয়টিতে। বিগত বছরগুলোতে জেএসসি পরীক্ষায় ভালো ফল করেছে, উপজেলা পর্যায়ে খেলাধুলা ও অন্যান্য প্রতিযোগিতায় উল্লেখযোগ্য সফলতাও অর্জন করেছে। এরপরেও এমপিওভুক্ত হলো না প্রতিষ্ঠানটি। এমপিওভুক্ত না হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা হতাশ হয়ে পড়েছেন। সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরগিরিশ ইউনিয়নের যমুনা শিকস্তি ভেঁটুয়া ঘাটের পশ্চিমে ১৫০ শতাংশ জমির ওপর ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টির নাম গিরিশ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাকিম মণ্ডল বলেন, ‘অনেক আশা ছিল এবার প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হবে। কিন্তু হলো না। হতাশা কাজ করছে আমাদের মাঝে। এমপিওভুক্তির বিষয়টি বিবেচনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।’

মন্তব্য