kalerkantho

মঙ্গলবার । ২১ জানুয়ারি ২০২০। ৭ মাঘ ১৪২৬। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪১     

গফরগাঁও মহিলা ডিগ্রি কলেজ

স্নাতক পর্যায়ে এমপিওভুক্তির দাবি

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি   

৯ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেময়মনসিংহের গফরগাঁও মহিলা ডিগ্রি কলেজে কর্তৃপক্ষের দেওয়া যৎসামান্য সম্মানীতে মানবেতর জীবন যাপন করছেন ১২ জন শিক্ষক ও তিনজন চতুর্থ শ্রেণির কর্মচারী। তাই প্রতিষ্ঠানটি স্নাতক পর্যন্ত এমপিওভুক্তির দাবি উঠেছে। কলেজটি উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রথম স্বীকৃতি পায় ১৯৮৭ সালে। ২০০৮-০৯ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কলেজটিতে ডিগ্রি কোর্স চালুর অনুমোদন দেয়। বর্তমানে কলেজটিতে ১৭টি বিষয়ে দুই সহস্রাধিক (২১৫৬ জন) শিক্ষার্থীর বিপরীতে ৫২ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। এর মধ্যে ১২ জন শিক্ষক ও তিনজন চতুর্থ শ্রেণির কর্মচারী নন-এমপিওভুক্ত।

কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক বলেন, ‘আমাদের সাধ্য সীমিত। এমপিওবিহীন শিক্ষক-কর্মচারীদের যৎসামান্য সম্মানী দেওয়া হয়। এ টাকায় চলা সম্ভব নয়। তাঁরা মানবেতর জীবন যাপন করছেন।’

মন্তব্যসাতদিনের সেরা