kalerkantho

মঙ্গলবার । ২১ জানুয়ারি ২০২০। ৭ মাঘ ১৪২৬। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪১     

৫০০০ ভূমিহীন পাবেন খাসজমি

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ   

৯ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআগামী বছর মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে ময়মনসিংহ বিভাগের চার জেলায় পাঁচ হাজার ভূমিহীনকে খাসজমি বন্দোবস্ত দেওয়ার উদ্যোগ নিয়েছে বিভাগীয় প্রশাসন। মুজিববর্ষ উদযাপন উপলক্ষে গত বৃহস্পতিবার দুপুরে আয়োজিত প্রস্তুতি সভায় বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান এ কথা জানান। বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় চার জেলার প্রশাসকরা উপস্থিত ছিলেন।

সভায় জেলা প্রশাসকরা তাঁদের কর্মপরিকল্পনার কথা তুলে ধরেন। এতে মুজিববর্ষে বৃক্ষরোপণ, মুজিব মেলা, বইমেলা, ক্রীড়ানুষ্ঠান, স্কুল-কলেজে আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি পরিকল্পনার কথা তুলে ধরা হয়। সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার এ এইচ এম লোকমান।

মন্তব্যসাতদিনের সেরা