kalerkantho

মঙ্গলবার । ২১ জানুয়ারি ২০২০। ৭ মাঘ ১৪২৬। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪১     

সোনালী ব্যাংকের এমডিকে সংবর্ধনা

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি   

৯ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেলালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কৃতী সন্তান মো. আতাউর রহমান প্রধান সোনালী ব্যাংক লিমিটেডের সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর নিযুক্ত হওয়ায় বুড়িমারী হাসর উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলাবাসীর পক্ষ থেকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। এ সময় সংবর্ধিত অতিথিকে বিভিন্ন জনসাধারণ ফুলের তোড়া ও ক্রেস্ট প্রদান করেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় বুড়িমারী হাসর উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. তাহাজুল ইসলাম মিঠুর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সংসদ সদস্য মো. মোতাহার হোসেন। বিশেষ অতিথি ছিলেন পাটগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রুহুল আমীন বাবুল। এ সময় পাটগ্রাম পৌর মেয়র মো. শমসের আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্যসাতদিনের সেরা