kalerkantho

রবিবার । ১৭ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৩১  মে ২০২০। ৭ শাওয়াল ১৪৪১

সংক্ষিপ্ত

নবনির্মিত চালকলে বয়লার বিস্ফোরণ

দিনাজপুর প্রতিনিধি   

৯ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদিনাজপুরে নবনির্মিত একটি চালকলে বয়লার বিস্ফোরণে এক শ্রমিক আহত হয়েছে। তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১১টার দিকে দিনাজপুর সদর উপজেলার কসবা এলাকায় নবনির্মিত ইস্পাহানি অ্যাগ্রো লিমিটেড নামের চালকলে এই দুর্ঘটনা ঘটে। আহত শ্রমিকের নাম আলমগীর হোসেন (২৮)। তিনি সদর উপজেলার মাহমুদপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তিনি ওই চালকলের ফোরম্যান হিসেবে কাজ করছিলেন। হাসপাতালের অপারেশন বিভাগের ইনচার্জ নাজমা বেগম জানান, ওই রোগীর শরীরের ৪০ শতাংশ ঝলসে গেছে এবং একটি পা ভেঙে গেছে।

মন্তব্যসাতদিনের সেরা